রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ঈশা খাঁ দীঘি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে। স্থানীয়রা বলেছেন, তারা সন্ধ্যার দিকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। কারা কি কারণে গুলি ছুঁড়েছে তা কেউ জানাতে পারেননি। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউনিয়ন বিএনপির গিয়াস কাদের চৌধুরী সমর্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা সেখানে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছিলেন। তার অভিযোগ শেষের দিকে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে এলাকায় আতংক ছড়ায়। গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। অবশ্য থানা পুলিশ এই ঘটনা সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে। এদিকে গত মঙ্গলবার মদুনাঘাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মী আবদুল হাকিমের হত্যাকাণ্ডের পর পুলিশের হাতে আটক সন্দেহভাজন চারজনের পরিচয় পুলিশ এখনো প্রকাশ করেনি। এই রির্পোট লিখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের পরিবারকে হাটহাজারী থানা পুলিশ ডেকে নিয়েছে বলে পরিবারের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে।