এবার নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

৬ মাস ধরে বাসায় আটকে রাখার অভিযোগ তরুণীর

আজাদী ডেস্ক | বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে এক তরুণীর করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান। তিনি বলেন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামাতে দেখা যায় নোবেলকে। গত রাতে ওই তরুণী ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এরপরই নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।

সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ভিডিওতে এক তরুণীকে মারধর করে হাত ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিতে দেখা যায়। এ সময় কয়েকজন বাধা দিতে দেখা গেলেও নোবেলকে থামানো যায়নি।

৬ মাস ধরে বাসায় আটকে রাখার অভিযোগ তরুণীর : ভাইরাল ভিডিওতে যে তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামাতে দেখা গিয়েছিল গায়ক নোবেলকে, সেই তরুণীকে ছয় মাস ধরে ডেমরার ওই বাসায় আটকে রাখার অভিযোগ করা হয়েছে মামলায়। অপহরণ, ধর্ষণ ও মারধরের অভিযোগে ওই মামলা হওয়ার পর গ্রেপ্তার নোবেলকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ বলছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় নিয়ে যান। এরপর আরো ২/৩ জন অজ্ঞাত সহযোগীর সহায়তায় ওই তরুণীকে নোবেলের বাসায় আটকে রাখা হয় এবং তার মোবাইল ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোমবার পর্যন্ত নোবেলের বাসায় আটক রাখা হয় তাকে।

পুলিশ বলছে, ফেইসবুকে ভুক্তভোগীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে পরিবার মেয়েটিকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯এ ফোন করে। এরপর সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। পরে ওই তরুণী মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, নোবেল দাবি করেছেন, ওই তরুণী তার স্ত্রী, মৌখিকভাবে কলমা পড়ে তাকে বিয়ে করেছেন। কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

পরিদর্শক মুরাদ হোসেন গতকাল নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা বা গ্রেপ্তার অবশ্য নোবেলের জন্য নতুন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্তি আর স্ত্রীকে নির্যাতনের মতো অভিযোগে বহুবারই এই তরুণ গায়ক সংবাদের শিরোনাম হয়েছেন। ২০১৯ সালে ভারতের জিবাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্কও বাড়তে থাকে। সম্প্রতি বিভিন্ন কনসার্ট ও গণমাধ্যমের অনুষ্ঠানে প্রায়ই উপস্থিত হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার জানান দিচ্ছিলেন নোবেল। এর মধ্যেই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়ে তাকে জেলে যেতে হলো।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ দেখে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধমুক্তি পেলেন নুসরাত ফারিয়া