এবার ড্রোন হামলা প্রতিহতের দাবি আমিরাতের

| শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

ইরান সমর্থিত হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়ার কয়েকদিনের মাথায় এবার ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার স্থানীয় সময় সকালের দিকে তিনটি ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়ে, পরে জনমানবহীন এলাকার ওপর সেগুলোকে ‘নিস্ক্রিয়’ করে দেওয়া হয়, বলেছে তারা। খবর বিডিনিউজের।
এ নিয়ে গত কয়েক সপ্তাহে উপসাগরের বাণিজ্যিক ও পর্যটন হাব খ্যাত আমিরাতে এ ধরনের চতুর্থ হামলা হল বলে জানিয়েছে। সোমবার ইসরায়েলি প্রেসিডেন্টের আমিরাত সফরের সময় হওয়া ক্ষেপণাস্ত্র হামলাসহ আগের তিনটি হামলা চালিয়েছিল ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতিরা। সৌদি নেতৃত্বাধীন যে জোটের সঙ্গে হুতিদের যুদ্ধ চলছে, তাতে আমিরাতও আছে। হুতিরা এখন পর্যন্ত তাদের নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি, অন্যদিকে স্বল্পপরিচিত গোষ্ঠী ‘ট্রু প্রমিজ ব্রিগেডস’ বুধবারের ড্রোন হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে জিহাদিদের ওয়েবসাইট অনুসরণ করা যুক্তরাষ্ট্রভিত্তিক গোষ্ঠী সাইট ইন্টিলিজেন্স।

পূর্ববর্তী নিবন্ধ‘স্পন্দিত শক্তি’ হতে পারে হাভানা সিনড্রোমের কারণ
পরবর্তী নিবন্ধইউরোপে মার্কিন সেনা বাড়ানোর পদক্ষেপ ‘ধ্বংসাত্মক’ : রাশিয়া