এবার কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো মরা পরপইস। গতকাল রোববার ভোরে কক্সবাজার শহর থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর চৌকিদারপাড়া সৈকতে মৃত পরপরইসটির সাথে একটি সামুদ্রিক কাছিমও ভেসে আসে বলে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।
তিনি জানান, পরপইসটি দৈর্ঘ্যে ৪ ফুট ৯ ইঞ্চি ও ওজনে ৪৫ কেজি। বয়স ৯ থেকে ১০ বছর হতে পারে। এটি ইন্দোপ্যাসিফিক ফিনলেস পরপইস হিসেবে পরিচিত। এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটির বৈজ্ঞানিক নাম নিওফোকেনা ফোকেনয়েডস।
এরআগে গত ১৪ ফেব্রুয়ারী শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে ৩ কেজি ওজনের একটি বাচ্চা পরপইসের মৃতদেহ ভেসে এসেছিল। এরআগে নিকট অতীতে কক্সবাজার উপকূলে পরপরইস এর দেখা মিলেনি বলে বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।