এবার চীনের ২৬ ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

এবার চীনা বিমান সংস্থার ২৬টি ফ্লাইট বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন একটি বিমান থেকে করোনা আক্তান্ত রোগী শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ৬০টি ফ্লাইট বন্ধ করে দিয়েছিল চীন। খবর বাংলানিউজের।
এ ঘটনার পাল্টা ব্যবস্থা হিসেবেই চীনের চারটি বিমান সংস্থার ফ্লাইট বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্লাইট বন্ধ করে দেওয়া চীনের বিমান সংস্থাগুলো হচ্ছে জিয়ামেন, এয়ার চায়না, চায়না সাইদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের এসব বিমান সংস্থার ফ্লাইট যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এর আগে চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র থেকে ৬০টির বেশি ফ্লাইট বাতিল করে। বিমানে আসা অনেক যাত্রীর করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে, গোপূজা করলেন ঋষি সুনাক
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত কোটি ডলার বিনিয়োগের নির্দেশ বাদশাহ সালমানের