এবার চাকরি গেল মিথিলা অপর্ণা, আসিব ও রঞ্জনের

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বিদেশে তিন মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বিডিনিউজের।

যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা হলেন, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের দুই কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা ও অপর্ণা রাণী পাল, নিউ ইয়র্ক কনস্যুলেটের দ্বিতীয় সচিব আসিব উদ্দিন আহমেদ এবং কলকাতা উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

পূর্ববর্তী নিবন্ধবিএসইসি চেয়ারম্যান হলেন ব্যাংকার রাশেদ মাকসুদ
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা অহিদুল হকের ইন্তেকাল