সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। গত বছর নেট দুনিয়ায় ভাইরাল হওয়া রিমেক গান ‘বুক চিন চিন করছে’র মাধ্যমে আলোচনায় আসেন। এক গানেই ছেলে-মেয়ে কণ্ঠে গেয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি। এখনও নানা অনুষ্ঠান জমিয়ে রাখছে গানটি।
সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাওয়া মৌলিক গান দিয়ে আবারও নাটকের গানে ফিরেছেন তিনি। নাটকের নাম ‘চাঁটগাইয়া গোলমাল’। সেই নাটকের ‘কমলা’ গানটি গেয়েছেন তিনি। যার কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির।
এ বিষয়ে উচ্ছ্বসিত পাবেল জানান, প্রথমবারের মত ঈদের নাটকে চাঁটগাঁইয়া ভাষায় মজার একটা মৌলিক গান গাইলাম। চাঁটগাঁইয়া ভাষায় নাটক দেখার জন্য সবাই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আর আমি যেহেতু চট্টগ্রামের ছেলে তাই একটু বেশি এক্সসাইটেড। আশা করছি গান ও নাটক দুটোই সবার ভালো লাগবে।
রুবেল হাসানের পরিচালনায় ‘চাঁটগাইয়া গোলমাল’ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ, হিন্দোল রয়, নাবিলাসহ আরও অনেক শিল্পী। নাটকটি ঈদের পঞ্চম দিন (১৪ জুলাই) ক্লাব-১১ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।