এবার কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথা ফাটল টেম্পো যাত্রীর

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতুর পূর্ব পাড়ের উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পোর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত ১৬ মার্চ একই প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন পিকআপ পার হওয়া অপর তিন যাত্রী।

প্রত্যক্ষদর্শী অন্যান্য যাত্রীরা জানান, আহত শেখ সাদি টেম্পোর পেছনে দাঁড়িয়ে সেতু পার হচ্ছিলেন। টেম্পুটি সেতুতে ওঠার সময় সম্প্রতি স্থাপিত উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মাথা ফেটে যায় তার। তবে টেম্পোর অন্যান্য যাত্রীরা তাকে ধরে ফেলায় প্রাণে রক্ষা পেয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

জানা যায়, আহত শেখ সাদি পেশায় একজন রংমিস্ত্রি। তিনি বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার গোলাম রসুল মেম্বারের বাড়ির মো. সেলিমের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধ২ হাজার কৃষক পাবে বিনামূল্যে বীজ ও সার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে আরেকটি সোলার প্যানেল বসানো হবে