এবার আলোচনায় উপজেলা নির্বাচন

চট্টগ্রামে প্রথম পর্যায়ে ভোট হওয়ার সম্ভাবনা মীরসরাই ফটিকছড়ি ।। বোয়ালখালী আনোয়ারা লোহাগাড়া ও বাঁশখালীতে ।। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদের জন্য নানানমুখী তদ্বির ।। চলতি মাসের শেষের দিকে তফসিল

শুকলাল দাশ | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গেজেট প্রকাশের পর শপথ নিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্যরা। গঠিত হয়েছে সরকারের নতুন মন্ত্রিপরিষদ। এবার সবার দৃষ্টি দ্বাদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত ৫০ নারী আসনের ভোট এবং উপজেলা নির্বাচনের দিকে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৫২টি উপজেলার সাধারণ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। চলতি মাসের শেষের দিকে উপজেলা পরিষদের তফসিল এবং রোজার আগে মার্চে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

চট্টগ্রামে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে মীরসরাই, ফটিকছড়ি, বোয়ালখালী, আনোয়ারা, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায়। মীরসরাই উপজেলা, ফটিকছড়ি উপজেলা, সীতাকুণ্ড উপজেলা, সন্দ্বীপ উপজেলা, রাঙ্গুনিয়া উপজেলা, রাউজান উপজেলা, হাটহাজারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১৮ মার্চ। মীরসরাই উপজেলার নির্বাচিত চেয়ারম্যানভাইস চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ঐ বছরের ২৯ এপ্রিল। অপরদিকে ফটিকছড়ি উপজেলার নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ঐ বছরের ৩০ এপ্রিল। লোহাগাড়া উপজেলার নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১০ এপ্রিল। অপরদিকে আনোয়ারা এবং বাঁশখালী উপজেলার নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল

পূর্ববর্তী নিবন্ধউপজেলা ভোটে কাউকে নৌকা না দেওয়ার ভাবনা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৩০ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস