এবার আমেরিকায় বার্থডে পার্টি লক্ষ্য করে গুলি

পথচারী নারীর গুলিতে বন্দুকধারীর মৃত্যু

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লসটনে আধা-স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে একদল লোকের উপর গুলিবর্ষণ শুরু করা এক ব্যক্তিকে পথচারী এক নারী গুলি করে মেরে ফেলেছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডেনিস বাটলার আগেও নানান অপরাধের জন্য পরিচিত ছিলেন, একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে আসা জনা চল্লিশেক লোককে ‘টার্গেট’ বানানোর পর তিনি নিহত হন। খবর বিডিনিউজের।
ওই নারীর ক্ষিপ্র প্রতিক্রিয়া অনেক জীবন বাঁচিয়েছে এবং হতে পারতো এমন একটি ‘ম্যাস শুটিং’ ঠেকিয়েছে, বলেছেন পুলিশের মুখপাত্র টন হ্যাজেলেট। টেক্সাসে একটি স্কুলে গুলির ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক চলার মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়ায় ঘটনা ঘটল।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প
পরবর্তী নিবন্ধপূর্বাঞ্চলের শেষ মুক্ত শহরে ঢুকে পড়েছে রুশ বাহিনী