এবার আইসিসির সেরা একাদশে বাংলাদেশের নিগার সুলতানা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সদ্য শেষ হওয়া নারী টিটোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য খুব যায়নি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। কিপারব্যাটার হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। একাদশে সর্বোচ্চ তিন জন ক্রিকেটার আছেন রানার্স আপ দক্ষিণ আফ্রিকা দল থেকে। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশেও স্থান পেয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। দুবাইয়ে গত রোববার অনুষ্ঠিত ফাইনালের পরদিন সেরা দল প্রকাশ করল আইসিসি। শিরোপা জয়ী নিউজিল্যান্ড থেকে একাদশে জায়গা পেয়েছেন দুজন ক্রিকেটার। দুজন আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকেও। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস আছেন একাদশে। একাদশে দক্ষিণ আফ্রিকার আরেকজন বাঁহাতি স্পিনার ননকুলুলেকো এমলাবা। নিগার আসর শুরু করেন স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ রান করে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ ও অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন নিগার। ২০২৪ নারী টিটোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ : লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াটহজ (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউ জিল্যান্ড), হারমানপ্রিত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা (উইকেটকিপার, বাংলাদেশ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শাট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ খেলোয়াড় : ইডেন কার্সন (নিউজিল্যান্ড)

পূর্ববর্তী নিবন্ধটি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ পাকিস্তানের ইউনিস খান
পরবর্তী নিবন্ধএকজন খেলোয়াড় তো ৫০ বছর খেলবেন না