এফপিএবি চট্টগ্রাম শাখার ৪৫ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মো. শাহজাদা আলম। বক্তব্য রাখেন এফপিএবি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি মোহাম্মদ কামরুল হোসেন, সাবেক এমপি নুরী আরা সাফা, সাবেক এমপি সাবিহা মূসা, ফাতেমা শাহজাহান ও দিদারুল আলম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবু তাহের খান, কাজী হাবিবা শহিদ, শাহীদুল ইসলাম রাসেলসহ শাখার আজীবন সদস্য, সাধারণ সদস্য, যুব সদস্য এবং এফপিএবি চট্টগ্রাম শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় চট্টগ্রাম শাখার সভাপতি মো. শাহজাদা আলম বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। সভায় এফপিএবির চট্টগ্রাম শাখার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ লক্ষে সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও যুব সদস্যদের সহযোগিতা কামনা করা হয়। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান উজ্জ্বল। প্রেস বিজ্ঞপ্তি।