চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে গতকাল বুধবার রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে চিত্রনায়ক জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। হাইকোর্টের রায়ের পর এদিন বিকেলে এফডিসিতে আসেন জায়েদ খান। এরপরই বিএফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় নিপুণ ও জায়েদ খান দুজনেই দলবল নিয়ে এফডিসিতে অবস্থান করেন। তাদের পক্ষ-বিপক্ষের সমর্থকরা নানা রকম স্লোগান দিতে থাকে। অনেকে এফডিসিজুড়ে জটলা পাকায়। এরপরই সন্ধ্যায় ঝটিকা অভিযান চালান তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ সদস্যরা লাঠি নিয়ে ধাওয়া শুরু করে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের। খবর বাংলানিউজের।
এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এফডিসি তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীনে। এটি কেপিআই ভুক্ত এলাকা। তাই নিয়মিত ডিউটি হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে, নিজের পক্ষে রায় পাওয়ার পর এফডিসিতে এসেও শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকতে পারেননি জায়েদ খান। সমিতির গেটে ছিল তালা। তিনি দাঁড়িয়ে ছিলেন শিল্পী সমিতির সামনে। এই অভিনেতা জানান, হাইকোর্টের রায়ের কপি পেয়ে শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকবেন।