লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল যৌথভাবে বিভিন্ন সার্ভিস কার্যক্রম পরিচালনা করার জন্য ঘাসফুলকে ‘এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১৩তম চার্টার নাইট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষের কাছ থেকে ‘এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল আমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গর্ভণর লায়ন এস.কে শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারী আশরাফুল আলম আরজু, লিও অ্যাডভাইজার এবং জোন চেয়ারপার্সন লায়ন পারভিন মাহমুদ এফসিএ ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।