এপ্রিলের পর ফ্রান্সে রেকর্ড মৃত্যু

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

কোভিড-১৯ ফের আতঙ্কগ্রস্থ করে তুলেছে ফ্রান্সকে। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দেশটিতে আরও ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। যা ১৫ এপ্রিলের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক তথ্যে এমনটায় জানায়। খবর বাংলানিউজের।
বর্তমানে করোনায় ফ্রান্সে গড়ে ১ মিনিট ৪১ সেকেন্ড পর পর একজনের মৃত্যু হচ্ছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৩৮,২৮৯ জন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬,৩৩০ জন করোনা রোগী শনাক্ত করেছে। এ নিয়ে ফ্রান্সে মোট আক্রান্ত ছাড়াল ১.৫ মিলিয়ন। তার মধ্যে বর্তমানে ৩৮৬৯ জন রোগী ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন। যা গত মাসের চেয়ে তিন গুণ বেশি। ৩ অক্টোবরে ১২৮৯ জন করোনা রোগী ছিলেন আইসিইউতে।

পূর্ববর্তী নিবন্ধভিয়েনা হামলার দায় স্বীকার আইএসের
পরবর্তী নিবন্ধট্রাম্পের জয়ের পক্ষে ৫০ লাখ ডলার বাজি