এপেক্স ক্লাব অব বান্দরবানের শিক্ষা সামগ্রী বিতরণ

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদরে কাসেম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত সেবা কাজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা৩ এর গভর্নর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভর্নর এপে. কামাল পাশা. এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতিত সভাপতি এপে. মোজাম্মেল হক, কাসেম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু। প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান তার বক্তব্য বলেন, এপেক্স একটি আন্তর্জাতিক সেবা সংগঠন সেবা কাজের অংশ হিসাবে কাসেম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এপেক্স ক্লাব অব বান্দরবানের এই উদ্যোগ প্রসংশনীয়। সমাজের কম ভাগ্যবানদের পাশে দাড়ানোর এপেক্স ক্লাব অব বান্দরবানের এই উদ্দেগ্য অন্যান্য সেবা সংগঠনকে অনুসরন করা উচিত। বিষেশ অতিথি জেলা গভর্নর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি। তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধজোরারগঞ্জ বাজারে এবার জামায়াতের পাল্টা শোডাউন