এপিবিএনের এএসআই সাগরের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া বিলে সরকারি টাকা আত্মসাৎ

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই সাগর হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনদুদক। নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুয়া বেতনভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের কঙবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে মামলাটি রুজু করেন। সাময়িক বরখাস্ত হওয়া এএসআই সাগর হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। মামলার এজাহারে বলা হয়, উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক মো. সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতনভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে তিন লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।

দুদকের কঙবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বলেন, একই প্রতিষ্ঠানের সহকর্মীদের অভিযোগের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসআই মো. সাগর হাওলাদারের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। এরপর দীর্ঘ তদন্ত শেষে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫() ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদারুণ শুরুর পর মিডল অর্ডারের ব্যর্থতায় হার লিটনদের
পরবর্তী নিবন্ধটানেলের কারণে আনোয়ারা শীঘ্রই শহরে পরিণত হবে