২২নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পুর্নমিলনী সভা গত ১৬ মে সীমিত পরিসরে সংগঠনের সভাপতি শের মোহাম্মদের সভাপতিত্বে জুবিলী রোডস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু, বজল আহমদ, মো. শফিক, মো. রফিক মিয়া, সৈয়দ নুরুল ইসলাম, আবদুল মজিদ প্রমুখ। সভায় বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খেটে খাওয়া ও লকডাউনে ঘরবন্দি মানুষের কাছে খাদ্যসহ উপহার সামগ্রীর মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।