এনায়েত বাজার মহিলা কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

এনায়েতবাজারস্থ মহিলা কলেজ, চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ২০২৩ সালের এইচএসসি’র কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন গভর্নিং বডির সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী। সভাপতিত্ব করেন মহিলা কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ সুরাইয়া বেগম। আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এবং কলেজ গভর্নিং বডির সদস্য রাশেদ মনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হাসিনা মহিউদ্দিন নারী শিক্ষার প্রসারের উপর গুরুত্বারোপ করেন।

ডা. সেলিম আকতার চৌধুরী তাঁর বক্তব্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানির ১০% নগদ লভ্যাংশ ঘোষণা
পরবর্তী নিবন্ধঅর্থমন্ত্রীর সাথে ইকোনোমিক জোন্‌স ইনভেস্টার্স এসোসিয়েশনের সাক্ষাৎ