এনসিপির শারদীয় উপহার সামগ্রী বিতরণ

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের নবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) চালিতাতলী শীল মণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম অঞ্চল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। তিনি পূজারমণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় এনসিপি নেতৃবৃন্দ মণ্ডপ কমিটির সদস্যদের আশ্বাস প্রদান করেন এবং পূজায় নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। পরে এনসিপি নেতারা চালিতাতলী বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত পরিবারকে স্থায়ী দোকান করে দিল প্রয়াস
পরবর্তী নিবন্ধবড়পীরের শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হলে দুনিয়া-আখেরাতে কল্যাণ সাধিত হবে