সংগঠনের কাজে গতি আনতে ১০ সাংগঠনিক বিভাগে ১০ জন কেন্দ্রীয় নেতাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। গতকাল বুধবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বলা হয়, আগামী এক মাসের মধ্যে সব জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের। নিবন্ধনের আগে সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি কমিটি দিয়েছে এনসিপি। খবর বিডিনিউজের।
নতুন সাংগঠনিক সম্পাদকরা হলেন– অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন (বরিশাল বিভাগ), আতিক মুজাহিদ (রংপুর বিভাগ), ফরিদুল হক (খুলনা বিভাগ), ইমরান ইমন (রাজশাহী বিভাগ), এহতেশাম হক (সিলেট বিভাগ), আশেকিন আলম (ময়মনসিংহ বিভাগ), সাইফুল্লাহ হায়দার (ঢাকা বিভাগ), এস এম সুজা উদ্দীন (চট্টগ্রাম বিভাগ), নিজাম উদ্দিন (ফরিদপুর বিভাগ) ও মো. আতাউল্লাহ (কুমিল্লা বিভাগ)।
নতুন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, সংগঠনকে গতিশীল করতে জেলা ও মহানগরগুলোতে বর্তমান সমন্বয়ক কমিটি থেকে আহ্বায়ক কমিটি করা হবে। এছাড়া কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়াই হবে আমাদের কাজ।