চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। মাত্র ২৪ ঘণ্টায় ৫,০১৯ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে বন্দরের ইতিহাসে সূচিত হলো নতুন অধ্যায়। ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই রেকর্ড হ্যান্ডলিং সম্পন্ন হয়, যার মধ্যে ২,১০১ টিইইউএস ছিল ইমপোর্ট কন্টেনার এবং ২,৯১৮ টিইইউএস ছিল এক্সপোর্ট কন্টেনার।
গত ৭ জুলাই এনসিটি–২, ৩, ৪ ও ৫নং বার্থের অপারেশনের দায়িত্ব গ্রহণ করে সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকেই কন্টেনার হ্যান্ডলিংয়ে দৃশ্যমান গতি এসেছে। দক্ষ জনবল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে জাহাজ থেকে গেট পর্যন্ত কার্যক্রম আগের তুলনায় দ্রুততর হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে বন্দরের সার্বিক কার্যক্রমে। চলতি আগস্ট মাসের প্রথম ২৮ দিনেই সিডিডিএলের পরিচালনায় ১,০৯,২১৭ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে ৩,৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি।
সামপ্রতিক বিশ্লেষণ অনুযায়ী, সিডিডিএল দায়িত্ব নেয়ার পর প্রথম ৪৯ দিনে (৭ জুলাই থেকে ২৫ আগস্ট) মোট ১,৭৪,৯৩১ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। আর তার আগে সমপরিমাণ সময়কালে (১৯ মে থেকে ৬ জুলাই) পূর্ববর্তী অপারেটরের অধীনে হ্যান্ডলিং হয়েছিল ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব নেয়ার পর কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৬.৬৬ শতাংশ।
বন্দরসংশ্লিষ্টরা বলছেন, অধিক কন্টেনার হ্যান্ডলিং বন্দরের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি দেশের আমদানি–রপ্তানির প্রবাহকে আরও শক্তিশালী করছে। চট্টগ্রাম ড্রাই ডকের এই সাফল্য জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছেও আস্থা তৈরি করবে। এক দিনে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের এই রেকর্ড চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।