এনসিটি বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের ষড়যন্ত্র রুখে দাঁড়ান

চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বর্ধিতসভা

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নগরীর বিলসএলআরএসসি মিলনায়তনে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বর্ধিতসভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন স্কপের যুগ্ম সমন্বয়কারী জাহেদ উদ্দিন শাহিন।

বর্ধিত সভায় বক্তারা দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের ষড়যন্ত্রে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বিদেশি কোম্পানির হাতে এর নিয়ন্ত্রণ দেওয়া মানে জাতীয় স্বার্থ ও শ্রমিক স্বার্থকে বিপন্ন করা।

সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, শ্রমিক দল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নূরুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবসার ভুঁইয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মহিন উদ্দিন, নুরুল আবছার তৌহিদ, কে এম শহিদুল্লাহ, রিজওয়ানুর রহমান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার মাহফিল
পরবর্তী নিবন্ধসিওসি ৮৬’র মাসিক সভা