জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে যেভাবে দুই ভাগ করা হয়েছে, তা ‘ঠিক হয় নাই’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে গতকাল সোমবার এক সেমিনারে তিনি বলেন, আমরা মনে করি যে, দুই ভাগ করাটা ঠিক আছে, এটা উচিৎ এবং এটা শ্বেতপত্রের সুপারিশেও ছিল। কিন্তু যেভাবে এটা করা হয়েছে, সেটা ঠিক হয় নাই। ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৫–২৬ : নীতি সংস্কার ও জাতীয় বাজেট’ শিরোনামে এ সেমিনার হয়। লেকশোর হোটেলে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। খবর বিডিনিউজের।
এনবিআর বিলুপ্তি করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি ভিন্ন বিভাগ করে অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, এটা যেভাবে করা হয়েছে আলোচনা ব্যতিরেকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং স্বায়ত্তশাসনের অন্যান্য জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রেখ্তে এই পদ্ধতি ঠিক হয়নি। এটা ঠিকমত করাটা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।