এনবিআর ভাগ : আলোচনা ‘ফলপ্রসূ হয়নি’, ফের অবস্থান কর্মসূচি

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডকে আলাদা করার অধ্যাদেশ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়নি দাবি করে নিজ নিজ দপ্তরে ‘অবস্থান কর্মসূচি’ ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

আন্দোলনকারীরা বলছেন, এনবিআর যেভাবে দুই ভাগ করা হয়েছে, সেভাবেই রাখার ব্যাপারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও উপদেষ্টা পরিষদের প্রতিনিধিরা ‘অনড়’ থাকায় তারা নতুন করে কর্মসূচি দিয়েছেন। খবর বিডিনিউজের।

গতকাল মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কার ঐক্য পরিষদ বলেছে, আজ বুধবার দুপুর ১২টায় রাজস্ব ভবন প্রাঙ্গণে প্রেস ব্রিফিং হবে। সেখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আর সকাল ৯টা থেকে ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। ঢাকায় রাজস্ব ভবনের নিচ তলায় এবং ঢাকার বাইরে সব দপ্তরে এ কর্মসূচি পালন করা হবে। অধ্যাদেশটি বাতিলের দাবিতে সংস্থাটির কর্মকর্তাকর্মচারীদের সমন্বয়ে এ প্ল্যাটফর্ম গঠন করা হয়। দাবি আদায়ে পাঁচ দিন দেশের সব কাস্টম স্টেশন, হাউজ, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলে কলম বিরতি কর্মসূচি পালন করেন তারা। তাদের এ কর্মসূচির মধ্যে গতকাল মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। বৈঠকের বিষয়ে সংস্কার ঐক্য পরিষদ বলেছে, সেটি ‘ফলপ্রসূ হয়নি’। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের প্রতিনিধি দল ছিল। অর্থ বিভাগের সম্মেলন কক্ষের এ বৈঠকে অর্থ উপদেষ্টা ছাড়া আরও দুজন উপদেষ্টা ছিলেন।

রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যদের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের তিন প্রাক্তন সদস্য ও এনবিআর চেয়ারম্যানও ছিলেন সেখানে। বৈঠকের পর কেউ কেউ অভিযোগ করেন, সেখানে তাদের ‘কাউকে কথাই বলতে দেওয়া হয়নি’। ‘ডেকে নিয়ে অপমান করার’ অভিযোগও ওঠে।

পূর্ববর্তী নিবন্ধজিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ২৪ মে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ইজিবাইকের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত