এনজিএস ফুড প্রোডাক্টের প্রতিবাদ প্রসঙ্গে

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

গতকাল ১৬ ফেব্রুয়ারি দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এনজিএস গ্রুপের ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ এ তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জন্য দৈনিক আজাদীকে দায়ী করা হলেও মূলত ওই সংবাদে আজাদীর নিজস্ব কোনো মতামত, বক্তব্য, তথ্য বা অনুসন্ধান ছিল না। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত টানা পাঁচ ঘণ্টারও বেশি সময়ব্যাপী অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ মাহফুজুর রহমান, ইন্সপেক্টর (মেট্রোলজি) মোহাম্মদ জিল্লুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ আব্দুর রহিম ও আকবর শাহ থানার পুলিশ কর্মকর্তারা যেসব প্রতারণা, ভেজাল ও গোঁজামিলের তথ্য উদঘাটন করে সংবাদপত্র অফিসে প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন দৈনিক আজাদী কেবল সেসব তথ্যই প্রকাশযোগ্য করে সংবাদটি তৈরি করে।

ভ্রাম্যমাণ আদালতের দেয়া রায়সহ উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, প্যাকেটের গায়ে নিউজিল্যান্ডের প্রোডাক্টস লেখা হলেও এনজিএস মিল্ক বিদেশ থেকে কোনো দুধই আমদানি করে না। ওই কারখানায় মূলত ডানো ব্রান্ডের গুঁড়ো দুধের ব্যবহৃত প্যাকেট পুনরায় ব্যবহার করে কিছু ভেজাল গুঁড়ো দুধ ও সামা মিল্ক নামের মোড়কে আটা মেশানো গুঁড়ো দুধ এবং হুই (দুধের ঘোল) মিশিয়ে এনজিএস ফুল মিল্ক এবং ফেয়ারলাইফ মিল্ক পাউডার নামে দুধ মোড়কজাত করে বাজারে বিক্রি করত। আদালত থেকে যে দণ্ড প্রদান করা হয় প্রকাশিত সংবাদে তা উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত সংবাদের কোথাও দৈনিক আজাদীর নিজস্ব বক্তব্য বা মতামত ছিল না।

উল্লেখ্য, এনজিএস ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গুঁড়ো দুধ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। মাস তিনেক আগেও হালিশহরে মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ প্যাকেটজাত করার এক ঘটনা ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছিল। তখনো এই কোম্পানিকে মোটা অংকের জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ একতলা বাড়ি বিধ্বস্ত, দগ্ধ চার
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীর গুলিতে নারী নিহত