এন মোহাম্মদ গ্রুপের ‘এইচ ডিপিই প্রেসার পাইপ ইন্ট্রুডাকশন’ ওয়ার্কশপ

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো ‘এইচ ডিপিই প্রেসার পাইপ ইন্ট্রুডাকশন’ ওয়ার্কশপ। গতকাল মঙ্গলবার এন মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ওয়াসার সকল প্রকৌশলীদের নিয়ে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে হাই ডেনসিটি পলিথেলিন পাইপ (এইচ ডিপিই পাইপ) কি, এটি কি কি কাজে ব্যবহৃত হয়, এর উৎপাদন প্রক্রিয়া, কি কি উপাদানে তৈরি, এর মাধ্যমে কিভাবে তরল এবং গ্যাস স্থানান্তরিত হয় এইসব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই ওয়ার্কশপে সার্বিকভাবে সহযোগিতা করেন সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (সেবিক)। সেবিকের প্রতিনিধিসহ এইচ ডিপিই পাইপের বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্ন দেশ থেকে স্কাইপির মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সংযুক্ত হন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন. মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, সহকারী মহাব্যবস্থাপক ফরমান তৈয়ব, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. শরীফ হোসেন, কর্পোরেট ইনচার্জ মো. রুবেল পারভেজ চৌধুরী জাহেদ, ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রশাসন তাহেরা ফেরদৌস, সচিব চট্টগ্রাম ওয়াসা শরমীন আলম, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, বাণিজ্যিক ব্যবস্থাপক আবু শাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম, সেবিক-এর বাংলাদেশ প্রতিনিধি মো. রিয়াজ উদ্দিনসহ ওয়াসার সকল প্রকৌশলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশান্তি নিকেতন ক্লাবের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধ‘বৈধ উপার্জনেই অধিক উন্নতি লাভ করা সম্ভব’