অক্টোবর সেবামাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম পারিজাত ও লায়ন্স ক্লাব অব ডায়নামিক সিটির যৌথ উদ্যোগে মাস্ক, চাল, ডাল ও তেল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৭ অক্টোবর নগরীর জাকির হোসেন রোডে আবু হুরায়রা মাদ্রাসা ও এতিমখানা এবং বাবে রহমত বালিকা এতিম খানার ছাত্র-ছাত্রীদের মাঝে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন সামছুদ্দিন সিদ্দীকি, জিএসটি লায়ন শওকত আলী চৌধুরী, মনির উদ্দিন চৌধুরী, মোসলেহ উদ্দিন অপু, মাদ্রাসার পরিচালক নুরুল কবির, হুমায়ুন কবির, হেলাল উদ্দিন, খবিরুল ইসলাম, আবদুর রহিম, আশরাফুল ইয়াসিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সভাপতি শুভ নাজ জিনিয়া, লায়ন্স ক্লাব অব পারিজাতের সভাপতি এডভোকেট ইকবাল হোসেন ও ডায়নামিক সিটির সভাপতি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।