এতিমখানার টাকা আত্মসাৎ মামলায় গারাংগিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ার শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার তহবিল থেকে ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় এতিমখানার সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি গারাংগিয়া ইসলামীয়া রব্বানী মহিলা মাদ্রাসার অধ্যক্ষও। গতকাল রোববার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত এ আদেশ দিয়েছেন। এর আগে উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন। বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ৪ জানুয়ারি মাওলানা মোহাম্মদ নুরুল আলম ফারুকী আল আরাফাহ ইসলামী ব্যাংক, পদুয়া বাজার শাখায় থাকা এতিমখানার তহবিল থেকে ২০ লাখ টাকা তুলে আত্মসাত করেছেন। এ ঘটনায় শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার পরিচালনা কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এএসএম রিদওয়ানুল করিম মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধভোটের অমোচনীয় কালি এখন টিসিবির লাইনেও
পরবর্তী নিবন্ধঅনাবাদী আরও ৫৭১ হেক্টর জমি আসছে চাষের আওতায়