এডেন উপসাগরে নিখোঁজ ২ মার্কিন নেভি সিলসকে মৃত ঘোষণা

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ শাখা সিলস এর দুই সদস্য গত ১১ জানুয়ারি এডেন উপসাগরের সোমালিয়া উপকূলে একটি নৌযানে অভিযান চালানোর চেষ্টার সময় নিখোঁজ হন। নৌযানটিতে ইরানি অস্ত্র বহন করা হচ্ছিল ধারণা থেকে ওই দুই সিলস অভিযান চালাতে সেটিতে উঠতে চেষ্টা করেছিলেন। তারপর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে যুক্তরাষ্ট্র, স্পেন এবং জাপানের যৌথ বাহিনী সমুদ্রে ২১ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে। খবর বিডিনিউজের। কিন্তু তাদের কোনো হদিস মেলেনি বলে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানায় ইউ.এস. সেন্ট্রাল কমান্ড। সেখানে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের নেভাল স্পেশাল ওয়ারফেয়ারের দুইজন যোদ্ধা হারানোর শোক প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধঅযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন মোদী
পরবর্তী নিবন্ধইসরায়েলের পার্লামেন্টে ঢুকে স্বজনদের তাণ্ডব