এডিশনাল আইজি পদে পদোন্নতি দিয়ে চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজকে একই কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তিনিই এডিশনাল আইজিপি পদে সিএমপির প্রথম কমিশনার হলেন।
এর আগে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারাই সিএমপিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে অনেকদিন ধরে এডিশনাল আইজি পদের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। অবশেষে সিএমপি কমিশনার পদেও এডিশনাল আইজি পদায়ন শুরু হলো। গতকাল জারি করা একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে অতিরিক্ত আইজিপি হিসেবে সুপারনিউমারারি পদে একই কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল দেশের ৩৬ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে পদোন্নতি পাওয়া ও চলতি দায়িত্বমুক্ত করে ১৬ জনকে একই কর্মস্থলে রাখা হয়েছে। গকাল সোমবার চারটি পৃথক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাদের বদলির এ আদেশ দিয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত উপমহাপরিদর্শক এবং পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের প্রথম প্রজ্ঞাপনে আটজনের মধ্যে ছয়জন অতিরিক্ত ডিআইজি এবং দুইজন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৮ জনের মধ্যে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্বে থাকা ১০ জনকে একই জায়গায় অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ রয়েছেন। এছাড়া সুপার নিউমারারারি হিসেবে পদোন্নতি পাওয়া ছয়জন অতিরিক্ত আইজিকে তাদের বর্তমান কর্মস্থলে রাখা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ রয়েছেন। একই আদেশে এক ডিআইজিকে সিলেট থেকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে একসঙ্গে ১২ জন ডিআইজি এবং চতুর্থ আদেশে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর সিএমপি কমিশনার পদে হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে আহসান হাবিব পলাশকে পদায়ন করা হয়।