বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আত্নপ্রকাশ করেছে গতকাল। ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনের এই জাতীয় সংগঠনের আত্নপ্রকাশ করেছে। কিশোরগঞ্জের শরীফুল ইসলামকে আহবায়ক এবং বগুড়ার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে জায়গা পেয়েছেন চট্টগ্রামের চার তরুণ সংগঠক। যেখানে সাত নাম্বার যুগ্ম আহবায়ক করা হয়েছে চট্টগ্রাম মোহামেডান ব্লৃজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে। সদস্য পদে জায়গা পেয়েছেন দেশের প্রথিতযশা ক্রীড়া সংগঠক মরহুম দস্তগীর চৌধুরীর সন্তান ব্যারিস্টার ফয়সাল দস্তগীর চৌধুরীকে। এই দস্তগীর চৌধুরীর হাত ধরে এই সংগঠনটি যাত্রা শুরু করেছিল। এছাড়া এডহক কমিটির সদস্য করা হয়েছে চট্টগ্রামের আরেক কৃতী সন্তান আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইস্রাফিল খসরু এবং সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীকে। অবশ্য জাহেদ পারভেজ চৌধুরীকে সদস্য করা হয়েছে ঢাকার কোটায়। গত ১৬ বছর এই সংগঠনটি স্বৈরাচার এবং তাদের দোসরদের দখলে ছিল। তারা এই সংগঠনটি দিয়ে ক্রীড়াঙ্গনে ব্যবসা করেছে। অবশেষে স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন।