এডভোকেট বদিউল আলমের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধর সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজীবী এডভোকেট বদিউল আলমের আজ ২২তম মত্যুবার্ষিকী। তিনি ‘বাংলাদশ রেডক্রিসেন্ট সোসাইটি’, ‘জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি’, ‘মুসলিম এডুকেশন সোসাইটি’ ‘চট্টগ্রাম অর্পণা চরণ গার্লস হাই স্কুল পরিচালনা কমিটি’, পটিয়া কলেজ অর্গানাইজিং কমিটি, কদম মোবারক মুসলিম এতিম খানাসহ প্রভৃতি সমাজকল্যাণমূলক সস্থার আজীবন সদস্য ছিলেন। এছাড়া নিজ গ্রাম ফতেহনগর ব্যক্তিগত উদ্যোগে তিনি শরীফুনেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা ও তৎসংলগ্ন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে ‘এডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশ এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ নীলিমা রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধলায়ন আশরাফ আলীর ইন্তেকাল