এটিএম বুথে বাড়তি টাকার যোগান

ঈদের ছুটি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ মে, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

 

ঈদ উপলক্ষে এটিএম বুথগুলোতে বাড়তি টাকার যোগান দেয়া হয়েছে। ঈদে গ্রাহকদের আর্থিক প্রয়োজন মেটাতে বিভিন্ন ব্যাংক গতকাল শনিবার প্রতিটি বুথে চারদিনের প্রয়োজনীয় টাকার যোগান দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে চারদিনের জন্য বন্ধ হয়ে গেছে ব্যাংক। গতকাল শনিবার ছুটির দিন হলেও ব্যাংকিং কার্যক্রম চলেছে। শেষ মুহূর্তে যারা ব্যাংক থেকে টাকা উঠাতে পারেননি গতকাল তাদের অনেকেই টাকা উত্তোলন করেছেন।

আগামী ৪ মে পর্যন্ত ব্যাংক বন্ধ। ৫ মে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। এতে করে চারদিন গ্রাহকদের যাতে নগদ টাকার কোনো সমস্যা না হয় সেজন্য গতকাল প্রতিটি এটিএম বুথে স্বাভাবিক ৫ম পৃষ্ঠার ৪র্থ কলাম

সময়ের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ বাড়তি অর্থ রাখা হয়েছে। বুথগুলোর স্বাভাবিক লেনদেন হিসেব করেই বাড়তি টাকার যোগান দেয়া হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক শেখ মুজিব রোড শাখার ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ঈদে গ্রাহকদের যাতে টাকার কোনো সমস্যা না হয় সেদিকে ব্যাংক কর্তৃপক্ষ সজাগ রয়েছে। গ্রাহক সেবার অংশ হিসেবে প্রতিটি ব্যাংকই এটিএম বুথ পরিচালনা করে। যেকোনো ব্যাংকের এটিএম কার্ড দিয়ে দেশের অন্য যেকোনো ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। এটিএম কার্ড দিয়ে এক লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ কার্যালয়ে দুদক কিছু নথি সংগ্রহ
পরবর্তী নিবন্ধবাড়ির পানে ছুটছে মানুষ ফাঁকা হচ্ছে নগর