চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে আনারস মার্কায় সমর্থনে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রুহেল। উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য (মীরসরাই) প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী, বেদারুল ইসলাম বেদার, মো. আলা উদ্দিন, ছালামতউল্লাহ চৌধুরী শাহিন, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, এনায়েত হোসেন নয়ন, এম এ কাশেম, নুরুল মোস্তাফা, জাহাঙ্গীর হোসাইন, কবির নিজামী, আবদুল করিম, দিদারুল আলম, সাখাওয়াত উল্লাহ রিপন, ফয়েজ আহমেদ, জিয়া উদ্দিন,, হাসান সরোয়ার আজম, তছলিম বিন জহুর, আবদুল কুদ্দুস, একে জাহেদ চৌং, ইকবাল চৌধুরী, বোরহান আহমেদ, মাসুদ পারভেজ, হাবিব সাজ্জাদ, ইসমত আরা ফেন্সি, মো. মিজান, নাসিমা আকতার প্রমুখ। মতবিনিময় সভায় ভোটাররা আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে মীরসরাই উপজেলার শতভাগ ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, জেলা পরিষদের মত প্রাচীনতম এই প্রতিষ্ঠানকে নবরুপে সাজিয়ে উন্নয়নের ধারা গ্রামকে শহরে পরিণত করার মহান দায়িত্ব যথাযথভাবে পালন করবো। জেলা পরিষদকে একটি আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করবো।