২৭বছরে পদার্পণ করলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এ উপলক্ষে গতকাল এটিএন বাংলা চট্টগ্রাম অফিসে নানা অনুষ্ঠানের আয়োজনে করা হয়। শনিবার সকালে বিভিন্ন স্তরের মানুষ হাজির হন প্রেসক্লাব ভবনে এটিএন বাংলা কার্যালয়ে। অতিথিবৃন্দকে নিয়ে প্রধান অতিথি হিসাবে বর্ষপূর্তির কেক কাটেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এর আগে অতিথিদের স্বাগত জানান এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস। এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে রেলপথ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃঞ্চপদ রায়, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদসহ চট্টগ্রামের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।