ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা–এটিইও পদে নিয়োগের বাছাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা হবে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন–পিএসসি জানিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর এ পরীক্ষার তারিখ থাকলেও একই দিনে ঈদে মিলাদুন্নবী পড়ায় তারিখ পরিবর্তন করে গতকাল বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। খবর বিডিনিউজের।
সেখানে বলা হয়, পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরে দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষার মাধ্যমে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগে কথা রয়েছে।