ছবি দেখে যে কারো মনে হবে এটি ময়লা রাখার স্থান (ময়লার ডিপো)। দৃষ্টির সীমানা জুড়ে শুধু ময়লা আর ময়লা। কিন্তু বাস্তবে তা নয়। এটি চট্টগ্রাম মহানগরীর সকল নালা-খাল-উপখালের পানি প্রবাহের একমাত্র মাধ্যম চাক্তাই খাল। দীর্ঘদিনের ময়লার স্তূপে এখন কিছু কিছু এলাকায় খালের কোন চিহ্নই পরিলক্ষিত হচ্ছে না। এই ময়লার স্তূপ থেকেই মশার বিস্তার ঘটছে বলে জানান স্থানীয়রা। গতকাল বুধবার বিকেলে আজাদীর এই প্রতিবেদক চাক্তাই খালের লোহারপুল এলাকায় গিয়ে নগরীর প্রধানতম খালের এমন বাস্তব দৃশ্য দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করেন ছবিটা। যে খাল দিয়ে প্রতিনিয়ত জোয়ার ভাটার পানি প্রবাহের কথা এবং নগরীর বাসা-বাড়ির সমস্ত পানি নালা দিয়ে এই খাল দিয়ে প্রবাহিত হওয়ার কথা, সেই খালে ময়লার এমন দৃশ্য দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় লোকজন ও নগর পরিকল্পনাবিদরা বর্ষার আগেই চাক্তাই খাল থেকে ময়লা পরিষ্কার করার দাবি জানিয়েছেন। আর দুই মাস পরেই বর্ষা শুরু হবে। তার আগেই যদি চাক্তাই খাল থেকে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা না হয়, তাহলে খালের উভয় পাশে বসবাসরতরাসহ নগরীর বিশাল এলাকা পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। স্থানীয় লোহারপুল এলাকার প্রবাসী বেলাল উদ্দিন চৌধুরী আজাদীকে জানান- শুধু চাক্তাই খালের লোহারপুল নয়, খালের বিভিন্ন অংশে এমন ময়লার স্তুপ জমে আছে। দীর্ঘদিন ধরে বিশাল এলাকা জুড়ে ময়লা-আবর্জনা জমে থাকায় মশার বিস্তার ঘটছে ভয়াবহভাবে। পুরো এলাকায় দিনে-রাতে মশার উপদ্রব সীমাহীন বৃদ্ধি পেয়েছে। সিটি কর্পোরেশনের উচিত ময়লা পরিষ্কারের পাশাপাশি ভালো মানের মশার ওষুধ ছিটানো।