“এটা আবু ছৈয়দের নৌকা নয়”

টেকনাফ পৌর নির্বাচনে চাচাকে জেতাতে ভাইকে সরে আসার আহ্বান বদির

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ১২:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আপন চাচা মোহাম্মদ ইসলামকে জিতাতে আপন ভাই স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুক্কুরকে সরে আসার আহ্বান জানিয়েছেন সাবেক এমপি বদি।

তিনি গতকাল রবিবার (২৮ নভেম্বর) টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান।

এ সময় অপর দুই ভাই প্যানেল মেয়র মুজিবুর রহমান ও ব্যবসায়ী আমিনুর রহমানকে পাশে রেখে ভাই আবদুস শুক্করের কোনো অঘটন ঘটলে তিনি দায়ী থাকবেন না বলে ঘোষণা দেন সাবেক এমপি আব্দুর রহমান বদি।

তিনি আরো বলেন, “এটি আবু ছৈয়দের নৌকা নয়, এটি শেখ হাসিনার নৌকা।”

বিগত টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দ হেরে যান।
ওই নির্বাচনে আবু ছৈয়দের একটি বক্তব্য ভাইরাল হয়। আবু ছৈয়দ তখন বলেছিলেন, “নৌকা প্রতীকে ভোট দইয়া আছে, লইয়া নাই।” (নৌকা প্রতীকে ভোট দেওয়ার লোক আছে, নেওয়ার লোক নাই।)

টেকনাফ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটিতে নৌকা বিজয়ী হয়। অন্য তিনটিতে নৌকা হেরে যায়। এসব নির্বাচনে সাবেক এমপি আব্দুর রহমান বদি প্রতিটি ইউনিয়নের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

তারপরও একটি ছাড়া নৌকা প্রতীক বিজয়ী হয়নি। এতে এমপি বদির ভোটের কর্মকাণ্ড নিয়ে রহস্যের জন্ম নেয়।

এবারও আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য টেকনাফ পৌরসভা নির্বাচনে এমন রহস্যজনক ভূমিকা ঘটবে কি না তার জবাব দিতে তিনি “এটি আবু ছৈয়দের নৌকা নয়, এটি শেখ হাসিনার নৌকা” বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, টেকনাফ পৌরসভার মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আব্দুস শুক্কুর সিআইপি আপন চাচা-ভাতিজা এবং এমপি বদির চাচা ও ভাই।

এখানে অন্য দুই প্রার্থী হলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল ও জাতীয় পার্টির মোহাম্মদ শাহাজাহান।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার বারবাকিয়ায় কেন্দ্র ভাঙচুর-হামলা, ১ কেন্দ্র স্থগিত
পরবর্তী নিবন্ধপাঁচ ম্যাচ পর থামল বাংলা টাইগার্সের জয়রথ