চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের সৃষ্টিশীলতা দেখে মুগ্ধ ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি অ্যাটাচে ম্যাগান ফ্রান্সিস। তিনি বলেন, চিটাগাং উইম্যান চেম্বারের নারী উদ্যোক্তাদের কার্যক্রম দেখে আমি মুগ্ধ। অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক সমৃদ্ধি উৎসাহিতকরণ এবং নারীসহ প্রথাগতভাবে কম প্রতিনিধিত্বশীল গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। চিটাগাং উইম্যান চেম্বার নেতৃবৃন্দের সাথে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
গত ১৪ নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার, পরিচালক লুৎমিলা ফরিদ, ফেরদৌসী বেগম, সদস্য নাসিমা বানু, মার্কিন জিআই কৃষি বিশেষজ্ঞ ড. তানভির মাহমুদ বিন হোসাইন ও কৃষি কর্মকর্তা মো. তানভির আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।