ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় অন্তত ২৯৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ট্রেন দুর্ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও অর্ধশত মৃতদেহের পরিচয় মেলেনি। গত ২ জুন মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেওয়ার পর যাত্রীবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উল্টে পড়ে, আরেকটি দ্রুতগতির ট্রেন ওই উল্টে পড়া বগিগুলোর উপর দিয়ে চলে গেলে এ বিপুল প্রাণহানি ঘটে। ভারতে এক শতকের মধ্যে হওয়া অন্যতম এ প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় হাজারেরও বেশি লোক আহত হয়, জানিয়েছে বিবিসি। দুর্ঘটনায় পড়া বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, লাইনগুলো মেরামত করার পর সেখান দিয়ে ফের ট্রেন চলছে। তবে প্রিয়জনদের মৃতদেহ না পাওয়ায় অনেক পরিবারের অপেক্ষা এখনও শেষ হয়নি। খবর বিডিনিউজের। সেই অপেক্ষারতদের একজন শিব চরণ। পশ্চিমবঙ্গের এই বাসিন্দা গত এক মাস ধরে থাকছেন উড়িষ্যার ভুবনেশ্বরে একটি গেস্ট হাউসে। এটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) কাছে। এই সরকারি হাসপাতালেই পরিচয় শনাক্ত হয়নি এমন মৃতদেহগুলো রাখা আছে। সব মিলিয়ে ৫২টি মৃতদেহ, হিমায়িত বাক্সে এগুলো সংরক্ষিত আছে। মৃতদেহগুলোর কোনো কোনোটির অবস্থা এতই খারাপ যে, পরিবারের সদস্যদের পক্ষেও তাদের শনাক্ত করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।