এখন দেশ কে চালাচ্ছে, বিএনপিকে ওবায়দুল কাদের

| সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

১০ ডিসেম্বর নিয়ে বিএনপি অনেক কথা বললেও কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপি সব করবে, কী করেছে? কিছু করতে পারেনি। তাদের নেতার কথায় দেশ চলবে? এখন দেশ কে চালাচ্ছে? এখন সেমিফাইনাল খেলা চলছে। বিএনপি কিছু করতে পারবে না।

আগামী বছর ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। সেই খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরি আর জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই ফাইনাল খেলায় আওয়ামী লীগই জিতবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। গতকাল রোববার মানিকগঞ্জ জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক জনসভায় দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এ সময় বড় বড় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা শ্লথ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষ কষ্টে আছে, আমরা সামাল দিচ্ছি। আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য বড় বড় উন্নয়ন কিছুটা কাজ শ্লথ (স্লো) হচ্ছে। খবর বিডিনিউজের।

সম্মেলনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা আমাদের দেশের বিষয়ে বড় বড় কথা বলেন। অথচ ফিলিস্তিনে যখন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয় তখন কোথায় থাকেন তারা? ইউক্রেনরাশিয়ার যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ, অথচ আমাদের মতো গরিব দেশকে নিষেধাজ্ঞা দিয়ে বিপদে ফেলে। আবার আমাদের নিয়ে উদ্বিগ্নও হয় তারা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৬ এমপির পদ শূন্য
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা বিশ্বের ৪২তম ক্ষমতাধর নারী