এক্সেস রোডে অবৈধ বাজার উচ্ছেদ

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নগরের আগ্রাবাদের এক্সেস রোডের টিএন্ডটি কলোনি সংলগ্ন ফুটপাতে আবারো উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা বাজারটি উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
একই অভিযানে এক্সেস রোডের বেপারিপাড়া ও ছোটপুল এলাকায় ফুটপাতে দোকানের মালামাল রেখে পথচারির চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে আটজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গত ৯ মার্চ টিএন্ডটি কলোনি সংলগ্ন ফুটপাতে অভিযান চালিয়ে শতাধিক দোকান অপসারণ করেছিল চসিক। সপ্তাহ পার হওয়ার আগেই আবারো দখল হয়ে যায় ফুটপাতটি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কাটা হচ্ছে জমির টপ সয়েল
পরবর্তী নিবন্ধছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু