রাফিয়াত রশিদ মিথিলাকে একেবারে ভিন্নরূপে দেখা যাবে, সেটা আগেই জানা গিয়েছিল। কাজ করেছেন ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় মৌসুমে। এবার তাকে দেখার পালা। হাজিরও হলেন তিনি, নীলকুঠি বা যৌনপল্লীতে। প্রথম লুকেই মন্টুর জন্য কেঁদে ভাসালেন। গত ১০ এপ্রিল ইউটিউবে অবমুক্ত হয়েছে সিরিজটির প্রথম গান। সেখানে দেখা যায় কেন্দ্রীয় চরিত্রে থাকো সৌরভ দাস ও মিথিলাকে। গানের শিরোনাম ‘কতটা তোমার ছিল’। দেবালয়ের লেখা এটি গেয়েছেন ঈশান মিত্র। সুর ও সংগীতে আছেন গায়ক ও অমিত। গানের দৃশ্যের বেশিরভাগ অংশজুড়েই ছিলেন সৌরভ। অতীতকে আঁকড়ে ধরতে চেয়েছেন তিনি। রয়েছে পুরনো কিছু স্মৃতিকাতরতা। গানের শেষ অংশে দেখা যায় মিথিলাকে। নীলকুঠিতে পা দেন তিনি। বৃষ্টিতে ভিজেনও। কিন্তু সেই বৃষ্টি ছাপিয়ে যায় মিথিলার চোখের জলে। কিন্তু কেন? আর কীভাবেই এলেন নীলকুঠিতে-এসব রহস্যের জট খুলবে সিরিজটি মুক্তির পর।