একুশের শিখা চিরন্তন অনুষ্ঠান

| রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আবৃত্তি সংগঠন একুশ গত জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শিখা চিরন্তন শিরোনামে বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধক ছিলেন, অধ্যাপক হোসাইন কবির। উদ্বোধনী প্রযোজনা ছিলো শিখা চিরন্তন, সম্পাদনা রণধীর দে, নির্দেশনা অনির্বাণ চৌধুরী, পরিবেশনায় একুশ সদস্যবৃন্দ। পুরো আয়োজনে ছিল কথামালা, আবৃত্তি, গান, বৃন্দ আবৃত্তি ও একুশ পরিচালিত কর্মশালার ৩য় ও ৪র্থ আবর্তনের সনদ প্রদান।
একুশ সভাপতি ড. শ্যামল কর্মকারের সভাপতিত্বে কথামালায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি শিশুসাহিত্যিক আ. ফ. ম. মোদাচ্ছের আলী, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন, সজল দাশ। পরিচালনায় ছিলেন অনির্বাণ চৌধুরী। বিভিন্ন সংগঠন এতে আবৃত্তি পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে কুকুরের কামড়ে নারীসহ আহত ৭
পরবর্তী নিবন্ধকালীপুর নবযাত্রার দশক পূর্তি অনুষ্ঠান