একুশের দিনে

শিউলি বড়ুয়া | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

একুশ মানে প্রতুষে ওঠে

ফুলের মালা গাঁথবো ভাই

একুশ মানে মাল্য ফুলে

শহীদ মিনারে যাই।

একুশ মানে প্রভাত ফেরীর

অ আ ক খ স্লোগান

একুশ মানে আমার ভাইয়ের

রক্তে রাঙানো গান।

 

এ একুশে বাঙালি জাতির

আসল মুক্তির চেতনা

একুশ মানে দমবার নয়

একুশেই প্রেরণা।

একুশ মানে মাথা নত নয়

ভাষার ঋদ্ধ অহংকার

একুশ এখন আন্তর্জাতিক

স্বীকৃতি ও স্বকীয়তার।

 

একুশ আমাদের পরিচয়

ভাষাশহীদদের দান

একুশ হোক বাঙালি জাতির

আমৃত্যু মর্যাদায় এক প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধআপনিও পড়তে পারেন ‘উল্টো থেকে’
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে