একীভূত করতে ৫ ইসলামি ব্যাংকে বসবে প্রশাসক : বাংলাদেশ ব্যাংক

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

বেসরকারি খাতের শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত (মার্জ) করার পদক্ষেপের প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রক্রিয়া অনুসরণ করতে প্রশাসক বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

মার্জ হতে যাওয়া ব্যাংকগুলো হলফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংককে একীভূত করে শতভাগ রাষ্ট্রীয় মালিকানায় নতুন শরীয়াহভিত্তিক একটি ব্যাংক গঠন করা হবে। ওই ব্যাংকে এসব ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতি করেই ছাড়িয়ে নেন ৮০ হাজার বেল্ট ও ৩০ হাজার হ্যাঙ্গার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ