চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে শিক্ষার্থীদের আবেদনের সময় চার দিন বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১৫ আগস্ট শুক্রবার রাত ৮টা পর্যন্ত। রোববার একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) সময় বাড়ানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৩০ জুলাই দুপুর ১২টা থেকে। শেষ সময় ছিল ১১ আগস্ট। ১২ আগস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি এবং ১৩ ও ১৪ অগাস্ট পুনঃনিরীক্ষণে ফল পরবর্তী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করার কথা ছিল। তবে আবেদনের সময় শেষের আগের দিনই সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
এখন পুনঃনিরীক্ষণের ফল পরবর্তী শিক্ষার্থীরাসহ অন্যান্য ভর্তিচ্ছুরা ১৫ আগস্ট রাত পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। ১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। এরপর ২০ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ২২ আগস্ট রাত ৮টার মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে। খবর বিডিনিউজের। ২৩–২৫ আগস্ট দ্বিতীয় পর্যায়ের ও ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ আগস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ আগস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে।