চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ সুচনা করেছে কালারপোল ফুটবল একাডেমি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে কালারপোল ফুটবল একাডেমি ১–০ গোলে এ প্লাস ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সুচনা করে। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে কালারপোল একাডেমির ১৬ নাম্বার জার্সি পরিহিত মিজবাউল হক গোল করে দলকে এগিয়ে দেয়। আর সে গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কালারপোল ফুটবল একাডেমি। বিরতির পর এ প্লাস ফুটবল একাডেমি চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি। ফলে এক গোলেল হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। অপরদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল কালারপোল ফুটবল একাডেমি। বিজয়ী দলের একমাত্র গোলদাতা মিজবাউল ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার শাখাওয়াত হোসেন রনি। আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। সে খেলায় মুখোমুখি হবে ডায়নামিক ফুটবল একাডেমি এবং শোভনীয়া ফুটবল একাডেমি।