একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল সোমবার

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে । ঐ দিন বিকেল চারটায় এম এ আজিজ স্টেডিয়ামে উক্ত সেমিফাইনালে মুখোমুখি হবে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন শোভনীয়া ফুটবল একাডেমি এবং ‘গ’ গ্রুপ চ্যাম্পিয়ন আবদুস সোবহান ফুটবল দল। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে জিতে পুরো ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এই দুদল। এছাড়া আগামী ২৯ আগস্ট একই মাঠে একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আনোয়ারা ফুটবল একাডেমি এবং কালারপোল ফুটবল একাডেমি। এই দুই দল গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ জিতে পুরো ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১২টি দল নিয়ে গত ১২ আগস্ট শুরু হয় এই টুর্নামেন্ট। গত বৃহষ্পতিবার শেষ হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা।

পূর্ববর্তী নিবন্ধমেসি-জোকোভিচ দুই কিংবদন্তির সাক্ষাত
পরবর্তী নিবন্ধনিজের জন্মদিনে বাবা হলেন নাজমুল হোসেন শান্ত